পঞ্চগড়ে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা   

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৫:০৩

পঞ্চগড়ে জেলা নাগরিক সমাজ সংগঠন-সিএসওর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক যুক্ত প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠি হয়।নট্জ বাংলাদেশ’র সহযোগিতায় বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি ওই সভার আয়োজন করে। বুধবার(২০ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, এমকেপির যুক্ত প্রকল্পের স্কুল ফ্যাসিলিটেটর সহিদুজ্জামান সজিব, বোদা উপজেলা সিএসও সভাপতি উদয় কুমার ঘোষ প্রমূখ। ত্রৈমাসিক সভায় জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত