পঞ্চগড়ে দুর্গাপূজা মন্ডপ পাহারায়  বিএনপি

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৩

পঞ্চগড়ে পৌরসভাধীন ছয়টি টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পৌর এলাকার মন্দির গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্ডপে পাহারায় দায়িত্ব পালনে পৌর বিএনপি'র উদ্যোগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক টিম।

এছাড়াও মন্দির  পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপস্থিত হিন্দু ভক্তবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম।

এ সময় তিনি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে বলেন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।এই দেশ ধর্ম নিরপেক্ষ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের দেশে আমরা বাস করি। আপনাদের শারদীয় দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে নিরাপত্তা দিবে স্থানীয় বিএনপিসহ পৌর বিএনপি'র স্বেচ্ছাসেবকটিম। 

  সোমবার দুপুরে মন্দিরে গিয়ে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক টিমকে দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণিক খোঁজ খবর রাখছেন সাবেক ছাত্রনেতা, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক। 

তিনি সাংবাদিকদের  বলেন আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা ফরহাদ হোসেন আজাদ এর নির্দেশে মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ভাবে নির্ভয়ে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য পৌর বিএনপি'র নেতাকর্মীরা মন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত