পঞ্চগড়ে তারুণ্য উৎসবে গ্রাম পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ 

  পঞ্চগড়  প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭ |  আপডেট  : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্য উৎসবে পঞ্চগড়ে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারি অডিটোরিয়ামে মঙ্গলবার দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার ২৩ ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,সিনিয়র সহকারী কমিশনার মো: ইমরানুজ্জামান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। এসময় গ্রাম পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত