পঞ্চগড়ে টাকার বিনিময়ে চাল বিতরণ- আটক ১১ ইউপি সদস্য!

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৬:৪৫ |  আপডেট  : ২৭ মে ২০২৫, ২৩:৩৫

পঞ্চগড়ে টাকার বিনিময়ে  চাল বিতরণ  ১১ জন ইউপি সদস্য আটকসোমবার (২৬ মে) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করে থানায় নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে নারীসহ ওই ১১ ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ভিডব্লিউবি'র চাল বিতরণে প্রতিটি গ্রহীতার কাছ থেকে ৫০০ টাকা করে অবৈধভাবে চাঁদা নেয়ার অভিযোগ উঠে। বিকেলে এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়ে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ হয়ে থাকেন তারা। ঘটনার পর থেকে পুরো এলাকা সহ উপজেলা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর বোদা উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে। একই সাথে অভিযুক্ত ইউপি সদস্যদের কাছ থেকে উদ্ধার করে মোট ১ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকা। একই সাথে তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের কক্ষে রাখা হয়।আটকৃতরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, দুই নম্বর ওয়ার্ডের সদস্য হামিজ উদ্দিন, তিন নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয় নাথ রায়, পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায়, ছয় নম্বর ওয়ার্ডের সদস্য দাহির উদ্দিন, সাত নম্বর ওয়ার্ডের সদস্য খাদিমুল ইসলাম, আট নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম, নয় নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, ১,২,৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস বেগম এবং ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।

এদিকে রাতে এক সংবাদ বিজ্ঞোপ্তি দিয়ে আটকের বিষয়টি নিশ্চিত  করেন সেনাবাহিনীর বোদা আর্মি ক্যাম্পের সদস্যরা।সংবাদ বিজ্ঞোপ্তিতে জানানো হয়, পঞ্চগড়ের বোদা উপজেলায় ভালনারেবল উইম্যান বেনিফিট (ভিডাব্লিউবি) এর চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। একই সাথে তাদের আদায় করা এক লাখ ১৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে জানা গেছে, সোমবার সকাল থেকে বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের দরিদ্র পিঁড়িত অসহায় নারীদের সাহায্যার্থে সরকারভাবে ভিডাব্লিউবি কার্ডের আওতায় ২৫৮ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ৫ মাসের মোট ১৫০ কেজি চাল বিতরণ করা হচ্ছিল। এসময় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে ৫০০-৬০০ করে টাকা আদায় করছিলেন ওই ইউপি সদস্যরা। পরে সুবিধাভোগীরা টাকা আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ১১ ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চত্বরে পাঁচ শতাধিক মানুষ জড়ো হন বিক্ষোভ করতে থাকেন।

ওই এলাকার বাসিন্দা ওউপকারভোগী দুলাল রহমান ও উপকারভোগী বকুলের স্বশুড় আজহারুল ইসলাম  বলেন, আমাদের কাছেও টানা ৫ মাসের চাল দেয়ার নামে ৫০০ টাকা করে নিয়েছে। টাকা না দিলে চাল পাবো না বলেছে। তাই আমরা টাকা দিছি।

অপর উপকারভোগী হাসিবুল ইসলাম বলেন, ইউপি সদস্যরা এই চাল বিতরণের জন্য স্থানীয় সুবিধাভোগীদের যেখানেই পাচ্ছে সেখানেই বলে টাকা নিচ্ছে। আসলে চরম একটা অন্যায় কাজ করেছে। যেখানে সরকার এই চালে টাকা নিচ্ছে না, উল্টো তারা নিচ্ছে। এ ঘটনায় তাদের কঠিন বিচার হওয়া দরকার।

শাহিনুর রহমান বলেন, আমাদের এখানে অনেক অনিয়ম ও দুর্ণীতি হচ্ছে। এর মাঝে আজ এটা হয়েছে এবং প্রকাশ পেয়েছে বলে তারা আটক হয়েছে। অনিয়মের কারণে আমরা তাদের বিচার দাবি করছি। একই সাথে বলতে চাই, যেহেতু ১১ জন সদস্য আটক হয়েছে। তাই তাদের বিচার কার্যক্রম চলা অবস্থায় আমাদের পরিষদের ও ইউনিয়নের সেবা যেন প্রশাসন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।


এদিকে সর জমিনে বোদা থানায় গিয়ে আটকের ও আইনি প্রক্রিয়ার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনের সাথে জানার চেষ্টা করলে আটকের বিষয়ে কোন মন্তব্য করেন নি তিনি।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের স্বীকারোক্তি ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত