আদমদীঘিতে জনতার হাতে আটক ২৯ বস্তা ভিজিডি’র চাল

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৯:২৭ | আপডেট : ২৭ মে ২০২৫, ২৩:৩৫

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে অবৈধ ভাবে চাল বেচাকেনার সময় ২৯ বস্তা ভর্তি ভি ডব্লিউ বি’র সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের সামনে অবৈধ ভাবে চাল বেচাকেনার সময় স্থানীয় জনসাধারণ এসব চালগুলো উদ্ধার করে।
জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে সুবিধাভুগি দুঃস্থ ও গরীবদের মাঝে ভি ডব্লিউ বি (ভিজিডির) চাল বিতরণ কার্যক্রম চলাকালীন সময়ে দুটি অটো চার্জারে ওই প্রকল্পের ২৯ বস্তা চাল পাচারের সময় জনতা আটক করে। পরে আটক চালগুলো ফের ওই ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়।
দমদমা গ্রামের মোফাজ্জল খান জানান, আমি জানতে পারি কে বা কাহারা অবৈধ ভাবে ইউনিয়ন পরিষদের সামনে সরকারি চাল ক্রয় করছে। এসে দেখি ২ জন লোক এসব চাল কিনে নিচ্ছে। আমিসহ আমার কয়েকজন বন্ধু মিলে চালের গাড়ি আটক করি। পরে সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা স্যার কে বিষয়টি জানালে তাহারা ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জুকে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদে জব্দ রাখা নির্দেশ প্রদান করেন। চাল উদ্ধারের সময় অবৈধ ভাবে দুই চাল ক্রেতা কৌশলে সটকে পড়ে।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু বলেন, স্থানীয় জনসাধারণ ইউনিয়ন পর্যায়ে দুস্থ মহিলাদের খাদ্য সহায়তা (ভি ডব্লিউ বি) প্রকল্পের আওতায় ২৯ বস্তা চাল আটক করে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে হেফাজতে রাখা হয়েছে। সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, ইউনিয়নের সামনে অবৈধ ভাবে চাল বেচাকেনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা স্যার এর সাথে কথা বলে ওই চালগুলো পরিষদের হেফাজতে রাখা হয়। এ বিষয়ে আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ভি ডব্লিউ বি প্রকল্পের ২৯ বস্তা চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত