পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ২০:২০

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ -এই প্রতিপাদ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে দুইদিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১০ ফেব্রয়ারী) সদর উপজেলা পরিষদের হলরুমের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

পরে হলরুমে আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবেত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ প্রমুখ।

সভায় বক্তারা, জ্ঞান বিকাশে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের কল্যাণকে কাজে লাগিয়ে নিজেদের উদ্ভাবনী জ্ঞানকে কাজে লাগাতে হবে। দেশ ও পরিবেশের প্রয়োজনে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে জনগণের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান।পরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয়া স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবনী নানা প্রযুক্তি প্রর্দশনী ঘুরে দেখেন অতিথিরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত