পঞ্চগড়ে গ্রীণ স্কুল ক্যাম্পেইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৮

পঞ্চগড়ে গ্রীণ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর আদর্শ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় এই কর্মসূচী আয়োজন করে। কর্মসূচীর শুরুতেই শিক্ষার্থীরা চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা তাদের স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন করে। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিবেশে প্লাষ্টিক ও শব্দ দুষনের উপর আলোচনা করেন সহকারী পরিচালক ইউসুফ আলী। প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারন সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ন আহ্বায়ক মানিক উদ্দিন প্রমুখ । শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ এবং বনজ গাছ তুলে দেয়া হয়। স্কুল কতৃপক্ষের হাতে তুলে দেয়া হয় ডাস্টবিন। স্কুল ক্যম্পাসে বৃক্ষ রোপন করা হয়। বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত