পঞ্চগড়ে গ্রীণ টি কারখানার চেয়ারম্যন ও স্বামী সহ তিনজন কারাগারে

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১

আদালতে হাজিরা দিতে আসা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও তার স্বামী সহ তিনজনকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে ৪০৬,৪২০ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন অভিযোগ ছিল। বুধবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় আমলী আদালত-১ এর বিচারক এই আদেশ দেন, বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান রাশেদ।
ওই আইনজীবী জানান,আসামীদের নামে সমন জারীর পর দীর্ঘ সময় আদালতে হাজির না হওয়ার কারণে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।এরপর আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে,বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় ৪০৬,৪২০ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন অভিযোগ ছিল।
এদিকে মামলার নথি সূত্রে জানা যায়, এবছরের বছরের জুলাই মাসে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক আব্দুর রাজ্জাক,বাদী হয়ে বিজ্ঞ আদালতে ছয়জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়েছিল অবৈধভাবে কারখানা পরিচালনা,অর্থ আত্মসাত অন্য পরিচালকদের বঞ্চিত,নিয়মবহির্ভূতভাবে চা কারখানা ভাড়া দেওয়া।
আসামীরা হলেন,উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আইরিন পারভীন,তার স্বামী পঞ্চগড় সদর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন,তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এলাকার ব্লক-এ ১/১২ ইকবাল রোডের বাসিন্দা।
কারখানাটির একজন পরিচালক শাহ আলম মিঠু (৪৬)।তিনি রংপুর কতোয়ালী উপশহর উত্তরা কেল্লাবন্দ এলাকার মকবুল হোসেনের পূত্র।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত