পঞ্চগড়ে কালবেলার বর্ষপূতি পালিত  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪২ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ২১:৪০

পঞ্চগড়ে আলোচনা সভা ,র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এই বর্ষপ‚র্তির আয়োজন করা হয়।আলোচনা সভার আগে একটি র‌্যালি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির জেলা সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন।
 
সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সিনিয়র সাংবাদিক শহিদুল রহমান শহীদ, এ রহমান মুকুল, সফিকুল আলম প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত