পঞ্চগড়ে ওয়াই ফাই জোনের উদ্বোধন
![](https://gramnagarbarta.com/assets/images/reporter.png)
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
![](https://gramnagarbarta.com/storage/photos/1/67ac3065c9192.jpg)
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওয়াইফাই জোন উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলামসহ ইউপি সদস্য, সেবাগ্রহিতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে চলতি অর্থবছরের বরাদ্দ হতে একটি কম্পিউটারসহ সাতমেড়া ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহিতারা কম্পিউটার অথবা এন্ড্রয়েট ফোন ব্যবহার করে যে কোন সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এতে করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহিতারা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত