পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৭:৩১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মধুরাম রায় (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে নিজ মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। সেচ দেয়ার এক পর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি সেচ পাম্পের  সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে আবারো সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান মধুরাম। এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত