পঞ্চগড়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন
কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:২০ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১১:০৬
কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবীতে পঞ্চগড়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন পঞ্চগড় জেলা কিন্ডারগার্ডেন এন্ড স্কুল সোসাইটি এবং শিক্ষক কল্যাণ সংস্থা পঞ্চগড় এর আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পুরাতন পঞ্চগড় (নিমনগর) এলাকায় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লব, সভাপতি শোয়েব আলী সবুজ, বিকে এ জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে যে নীতিমালা তৈরি করা হয়েছে, তা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতি চরম অবিচার। এতে শুধু শিক্ষার্থীদের মনোবলই ভেঙে যাচ্ছে না, বরং সারা দেশের হাজারো মেধাবী শিশু শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাধীন দেশে বৈষম্য
বক্তারা আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, অথচ আজ সেই দেশেই শিক্ষা ক্ষেত্রে এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। তাই তারা অবিলম্বে এই নীতিমালা বাতিল করে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত