পঞ্চগড়ে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিপণন  বন্ধে সভা অনুষ্ঠিত 

  পঞ্চগড়  প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৪

পঞ্চগড়ে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপণ বন্ধে এক সভা বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী গ্রামে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বেলার ক্যাম্পেইন অফিসার মো. মুজাফফর ফয়সাল, বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল, বেলার দিনাজপুরের নেটওয়ার্ক মেম্বার কঙ্কন কর্মকার, বেলার পঞ্চগড়ের নেটওয়ার্ক মেম্বার শহীদুল ইসলাম শহীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা গুলজার আনসারী। 

এফ জিডি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন। তারা বলেন যে জমির ধারে ইউক্যালিপটাস গাছ আছে সেই জমিতে ফলন কমে যায়। এছাড়াও তারা বলেন পুকুরে মাছ চাষ করলে পুকুর পাড়ে যদি ইউক্যালিপটাস গাছ থাকে তাহলে ইউক্যালিপটাস এর পাতার কারণে পুকুরের পানি নষ্ট হয় এবং মাছের উৎপাদন কমে যায়। অনেক ক্ষেত্রে মাছ মারাও যায়। ইতিমধ্যে ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা উৎপাদন বিপণ এবং রোপন বন্ধে সরকার পরিপত্র জারি করেছে। অংশগ্রহণকারীরা আরও বলেন, আমরা এখন থেকে আর ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছ লাগাবো না। বিকল্প হিসাবে দেশি জাতের বনজ, ফলজ এবং ঔষধি গাছ লাগাতে হবে।  সভায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত সভায় পঞ্চগড় সদরের যতনপুকুরি গ্রামের কৃষক, ব্যবসায়ী, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত