নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১৯:৪৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯
নৌযান শ্রমিক নেতাদের ডাকে প্রত্যাহার করা হয়েছে নৌপরিবহন শ্রমিকদের আহূত ধর্মঘট। আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে চলমান নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার এবং নৌপরিবহন খাতে উদ্ভূত সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক-শ্রমিক নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে নৌযান শ্রমিক নেতারা এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। এতে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত