নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : 2022-11-28 19:45:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নৌযান শ্রমিক নেতাদের ডাকে প্রত্যাহার করা হয়েছে নৌপরিবহন শ্রমিকদের আহূত ধর্মঘট। আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে চলমান নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার এবং নৌপরিবহন খাতে উদ্ভূত সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক-শ্রমিক নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে নৌযান শ্রমিক নেতারা এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। এতে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।