নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উদযাপন কমিটি গঠন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:১২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১১:১৯
আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ৮ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার বিকালে (২০শে আগস্ট) বিকাল ৫ঘটিকায় পৌর এলাকার মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নানের পরিচালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা কবির, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, রায়হান আলী, দুলালা,বাকী বিল্লাহ, রাব্বি হাসান সুমন, সেলিম হোসেন, আতিকুর রহমান, মুনছুর রহমান,
সভায় সর্বসম্মতিক্রমে ছাইফুল ইসলামকে আহবায়ক, বাকি বিল্লাহকে যুগ্ম আহ্বায়ক ও আসাদুল্লাহকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক উদযাপন কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এবারও ৬ষ্ঠ বারের মতো দিবসটি পালিত হবে। সড়ক নিরাপত্তায় জাতিসংঘ ঘোষিত ৫ টি অতি ঝুকিপূর্ণ বিষয় ( সিট বেল্ট, বেপরোয়া গতি, স্ট্যান্ডার্ড হেলমেট, ড্রিংক ড্রাইভিং ও শিশু আসন) সড়ক পরিবহন আইন-২০১৮ এর মাধ্যমে নিশ্চিত করতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তাছাড়া সড়ক দুর্ঘটনা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচী। নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আহ্বায়ক উদযাপন কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত