নিখোঁজ সংবাদ: আ: রহমান তামিম

  মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:২৪

আ: রহমান তামিম, বয়স ১৪ , পিতা : মেজবাউদ্দিন আহমেদ (টিপু), মাতা : সুলতানা মুক্তা , গ্রাম : চর কাকৈর , ইউনিয়ন : শিরুয়াইল, উপজেলা : শিবচর, জেলা : মাদারীপুর। সে গত ১০-০৯-২০২২ ইং তারিখ বেলা আনুমানিক ৩ টার দিক বাড়ি থেকে বের হয়ে আজ পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি । তার গায়ের রং শ্যামলা , উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, পরনে পায়জামা ও পাঞ্জাবী রয়েছে । কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে তার চাচা শহিদুজ্জামান এর ০১৭৯৬২২১৬৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো । শিবচর থানায় জিডি নং-৬০৬ , তারিখ : ১২.৯.২০২২ ইং।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত