নাশকতা মামলায় বাগেরহাটে বিএনপি-জামায়াতের ৪ নেতা কারাগারে

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১৯:২৬ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ২১:৩৭

বাগেরহাটে নাশকতা মামলায় বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠনো হয়েছে বিএনপি ও জামায়াতের ৪ নেতাকে। তারা হলেন, বাগেরহাট জেলা মৎসজাীবী দলের সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা, মোংলা পৌর বিএনপির সহ সভাপতি ইমরান হোসেন, মোংলা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আ. মান্নান হাওলাদার ও মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো. কহিনূর সরদার। 

মোংলা থানার ২৯ আগষ্ট পুলিশের দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিনে থাকার পর বৃহস্পতিবার সকালে এই ৪ নেতা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ওসমান গনীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী, জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশীদ,সাধারন সম্পাদক সুজন মোল্লা এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পুলিশের গায়েবী নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ৪ নেতাকে কারাগারে পাঠিয়ে সরাকার পুলিশ ও আদালত ব্যবহার করে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন  নস্যাৎ করতে পাবেনা। অবিলম্বে এই গায়েবী নাশকতা মামলায় আটক ৪ নেতার মুক্তি দাবী করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত