খালেদা জিয়ার মৃত্যুতে আটপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

  নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৬, ০০:০৩

শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন বি এন পি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 
০৫ জানুয়ারী সোমবার বাদ আছর আটপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ালর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১- আসনের বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, কৃষক দলের আহ্বায়ক মোঃ শাহালম, ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা জাসাস সভাপতি সফিউল আলম খান আজম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আরিফুল হক মনু কাজী, আবির হাসান ডালু, মালয়েশিয়া প্রবাসী যুবদল নেতা আনোয়ার হোসেন, যুবদলের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক তপন মেম্বারসহ বি এন পি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত