নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:০২ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:০৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চালনায় এ সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কাদির, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার ও অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক। উক্ত সম্মেলনে সফিকুল ইসলামকে সভাপতি ও সাঈদ রায়হান মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত