নন্দীগ্রামে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১১:৪০
বগুড়ার নন্দীগ্রামে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান ও উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত