নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৫ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৯

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় এ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এ কর্মী সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ন সহসভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহসভাপতি এসএম বজলুল করিম টোটন, শরিফুল ইসলাম মুক্তা, মোখলেছুর রহমান, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আল-আমিন সরকার, ফয়সাল রহমান শুভ, ওহেদুল ইসলাম পটল, সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইমলাম, সহসাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল, সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন।

এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা  বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর  ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

বক্তারা বলেন, আগামীদিনে নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল থাকবে সবচেয়ে সামনে। সম্মেলনে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত