চীনের সহায়তায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের দাবিতে পঞ্চগড়ে গনস্বাক্ষর কর্মসুচি পালিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:০৪ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৩

চীনের আর্থিক সহায়তায় বাংলাদেশের উত্তরবঙ্গে প্রস্তাবিত এক হাজার শযার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের দাবিতে রোববার পঞ্চগড় শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড় জেলাবাসির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি ও গনস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।ওই সময় বক্তব্য রাখেন জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবি ফোরামের সদস্য সানাউল্লাহ , মানিক হোসেন ,ফাতেমাতুজ জোহরা সহ অন্যান্যরা।তারা বলেন, পঞ্চগড় জেলাবাসি র্দীর্ঘদিন যাবত উন্নত চিকিৎসা পাচ্ছোনা স্থানীয় হাসপাতাগুলোতে। রোগিদের একটু জটিলতা দেখলেই তাদের রংপুর-দিনাজপুর রেফার্ড করা হয়। এমন এমন সময় যেতে যেতে পথেই মারা যান রোগিরা। আমরা আর কতো অবহেলিত থাকবো। অবহেলিত এ অঞ্চলের মানুষ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। আমরা আর এভাবে চিকিৎসা  না পেয়ে মৃত্যুর মুখে পড়তে চাইনা।উক্ত কর্মসূচি চলাকালিন সময় বর্তমান সরকারের প্রধানউপদেষ্টার নিকট স্বারক লিপি প্রেরণের লক্ষ্যে সেখানে গণ স্বাক্ষর সংগ্রহ করেন কর্মসূচির আয়োজকরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত