নন্দীগ্রামে সার-বীজ ডিলার ও কৃষকদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময় 

  নাজমুল হুদা , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৪১ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫০

বগুড়ার নন্দীগ্রামে বিসিআইসি, বিএডিসির সার-বীজ ডিলার ও কৃষকদের সাথে মতবিনিময় করেছেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মো. জাকির হোসেন। শনিবার দুপুরে তিনি নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা, কৈডালা, শহরকুড়ি ও হাটলাল এলাকায় আউশ ধান ক্ষেত পরিদর্শন করেন। 

পরে তিনি রণবাঘা বাজারে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করে। সেসময় তিনি বলেন, ফসলের সর্বোচ্চ উৎপাদন করলেই হবে না, তা সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে হবে। ফসল উৎপাদনের সময় বাজারমুল্য কম থাকে কিন্তু সংরক্ষণ করতে পারলে ফসল বেশি দামে বিক্রয় করতে পারবে কৃষকরা। 

এরপূর্বে উপজেলার বিসিআইসি, বিএডিসি সার-বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সেসময় বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) নাজমুল হক মন্ডল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সারমিন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সার-বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত