নন্দীগ্রামে সার ডিলার এবং খুচরা ব্যবসায়ীকে জরিমানা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:০৩ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪০

বগুড়ার নন্দীগ্রামে দৃশ্যমানস্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির দায়ে বিএডিসির সার ও বীজ ডিলার এবং খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দৃশ্যমানস্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শিমলা বাজারের খুচরা সার ব্যবসায়ী মেসার্স দুবাই এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার বিএডিসির সার ও বীজ ডিলার মের্সাস জ্যোতি এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম। সেসময় উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও থানা পুুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, সরকার নির্ধারিত সারের মূল্যের চেয়ে বেশি মূল্য কৃষকদের নিকট থেকে নেওয়া যাবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত