নন্দীগ্রামে রাস্তার কালভার্টের ভিতর দিয়ে পানি চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৮:৩৭ |  আপডেট  : ১২ মার্চ ২০২৫, ১৩:০৩

বগুড়ার নন্দীগ্রামে মাটি ঢেলে রাস্তার কালভার্টের ভিতর দিয়ে পানি চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগ করেছেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নাগড়া গ্রামের বেলাল উদ্দিন সরদার নামে এক কৃষক। গত ৯মার্চ সরাসরি উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক বেলাল উদ্দিন সরদার। এ অভিযোগের অনুলিপি উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরও দেওয়া হয়েছে। 

বেলাল উদ্দিন সরদার অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মৃত মহাবতুল্লাহর ছেলে তোজাম্মেল হক ও তোজাম্মেল হকের ছেলে আবু রায়হান সরদার, রুবেল সরদার ও রাসেল সরদার লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে মাটি ঢেলে কালভার্টের ভিতর দিয়ে পানি চলাচলে বাঁধা সৃষ্টি করেছে। এতে অনেক আবাদি জমিতে পানি সেচ দিতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।  

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হবে। তিনিই পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত