নন্দীগ্রামে ভিডব্লিউবির চাল বিতরণ

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯

বগুড়ার নন্দীগ্রামে ১নম্বর বুড়ইল ইউনিয়নের ৪৭২জন উপকারভোগীর মাঝে ভিডব্লিউবির চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ১নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আওতায় ৪৭২জন উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ১নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।
সেসময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, উপকারভোগীদের স্বচ্ছ তালিকা অনুযায়ী এ চাল বিতরণ করা হয়েছে। এতে গরীব-দুস্থ পরিবার কিছুটা উপকৃত হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত