নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১৯ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ২২:২১

'হাত ধোয়ার নায়ক হোন' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নন্দীগ্রাম এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী করা হয়। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এরপর উপজেলা স্টাফ কোয়ার্টার এলাকায় নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নন্দীগ্রাম এর উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাকের সঞ্চালনায় বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রউফ উজ্জল ও আরেফা সুলতানা লিপি প্রমুখ। 

পরে উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাক শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখিয়ে দেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত