নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ২১:০৩

জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ। 

উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামে গরু, ছাগল ও ভেড়াসহ অন্যান্য প্রাণিকে জলাতঙ্কের ভ্যক্সিন দেওয়া হয়!
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত