নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৪০ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে বুড়ইল ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা ও সমাজসেবক ইব্রাহীম আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, ধানের শীষ আমাদের আশা ও উন্নয়নের প্রতীক। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রহিম, মশিউর রহমান, আমির আলী, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবীসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত