নন্দীগ্রামে আইন অমান্য করায় হোটেল মালিককে জরিমানা
নাজমুল হুদা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ | আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:২৬
বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং করেন। সেসময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করে ব্যবসায়ীদের পণ্য বেশি দামে বিক্রি না করার বিষয়ে সতর্ক করে দেন তিনি। পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা ও বিএসটিআই অনুমোদন ছাড়া মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল মালিক আব্দুল করিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমান করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আইন জেনে এবং মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত