নন্দীগ্রামে বাল্যবিবাহ করার অপরাধে বর কারাগারে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১৬:০৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৬
বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিবাহ করার অপরাধে বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এ সাজা দিয়েছে। দন্ডপ্রাপ্ত বর হলেন নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর গ্রামের মৃত ফটিক আলীর ছেলে ইব্রাহীম আলী (২২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, ১৪ বছর বয়সি সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী হাবিবা আকতার নামে এক নাবালিকাকে বাল্যবিবাহ করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে ইব্রাহীম আলীকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত