নন্দীগ্রামে বাংলাদেশ আদিবাসী ফোরামের কমিটি গঠন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ মে ২০২১, ১৫:৪৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:০৫

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আদিবাসী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। প্রদীপ কুমার বাগদীকে আহবায়ক ও রমনাথ উরাওকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২ মে বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার বাগদী এতথ্য নিশ্চিত করেন। 

এই কমিটিতে সদস্য রয়েছেন, গৌতম চন্দ্র মাহাতো, অমল চন্দ্র বর্মণ, প্রবীর কুমার বাগদী, সুশীল চন্দ্র উরাও, সুজিত চন্দ্র উরাও, খোকন কুমার বাগদী, খোকন চন্দ্র মাহাতো, পপি রাণী বর্মণ, সন্তোষ চন্দ্র বর্মণ, সঞ্জিত চন্দ্র উরাও, মনি চন্দ্র উরাও, শ্রীবাস চন্দ্র বর্মণ, বাচ্চু চন্দ্র বর্মণ, সুমন কুমার মালি ও দীশে চন্দ্র মাহাতো। বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার এই কমিটি নন্দীগ্রাম উপজেলার আদিবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা করেছেন আদিবাসীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত