নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৬ মার্চ ২০২২, ১৯:১২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১০:০৮

বগুড়ার নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ দিবস এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ৬ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, মোরশেদুল বারী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত