নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৩২ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৮

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ মাছ চাষি সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। গত রবিবার রাতে নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামের আবুল হোসেনের মালিকাধীন বড় একটি পুকুরে এই বিষ দেওয়ার ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, সোমবার সকালে পুকুরপাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুর পাড়ে কীটনাশকের মোড়ক পাওয়া যায় । কেবা কাহারা আমার পুকুরে শত্রুতামূলকভাবে বিষ দিয়েছে। মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিলো। হঠাৎ করে এই সর্বনাশ আমাকে দিশেহারা করেছে। আমাকে অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই এমন কাজ করা হয়েছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এ বিষয়ে মঙ্গলবার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, পুকুরে বিষ দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত