নন্দীগ্রামে পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৩:৫৭ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৯:০০
বগুড়ার নন্দীগ্রামে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে আব্দুল বাছেদ (৬০) নামে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন সিংজানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ বগুড়া জেলার গাবতলী উপজেলার কৈটোক গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জন তুলা ব্যবসায়ী বগুড়ার মোকামতলা বাজার থেকে একটি পিকআপে তুলা বোঝাই করে নন্দীগ্রামের দিকে রওনা হয়। ঘটনাস্থলে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ আব্দুল বাছেদের মরদেহটি উদ্ধার করে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত