নন্দীগ্রামে পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত

প্রকাশ : 2022-10-13 13:57:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে আব্দুল বাছেদ (৬০) নামে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন সিংজানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ বগুড়া জেলার গাবতলী উপজেলার কৈটোক গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জন তুলা ব্যবসায়ী বগুড়ার মোকামতলা বাজার থেকে একটি পিকআপে তুলা বোঝাই করে নন্দীগ্রামের দিকে রওনা হয়। ঘটনাস্থলে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ আব্দুল বাছেদের মরদেহটি উদ্ধার করে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।