নন্দীগ্রামে নাশকতা মামলায় দুইজন গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৫২ | আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:১৮
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তারা দুইজনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলো বলে নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়।
বুধবার রাতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘট গ্রামের রমজান আলীর ছেলে রঞ্জু প্রামাণিক (৪৭) ও নন্দীগ্রাম সদরের আলী আজাহারের ছেলে আখতারুজ্জামান গোলাপ (৪৮) কে গ্রেপ্তার করে। রঞ্জু প্রামাণিক আওয়ামী লীগ কর্মী ও আখতারুজ্জামান গোলাপ উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদেরকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত