নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ দিবস পালিত
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০২ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৪
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও প্রভাষক রাব্বী হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত