নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:১৪ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৩০

'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় ব্যানার ও ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর উপজেলা স্টাফ কোয়ার্টার  পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নূর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম ও উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ প্রমুখ। 

পরে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৭দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত