নন্দীগ্রামে নবান্ন উপলক্ষ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:১০ | আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৫:১৩
বগুড়ার নন্দীগ্রামে নবান্ন উৎসব উপলক্ষ্যে হাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নন্দীগ্রাম ইউনিয়নের হাটুয়া, আলাইপুর ও গুন্দইল গ্রামের যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে হাটুয়া আলাইপুর ও গুন্দইল গ্রামের বিবাহিত দল বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করে।
নন্দীগ্রাম পৌর কৃষকদলের সভাপতি ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টেটি উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন।
এতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, প্রভাষক সবুজ কুমার সরকার, নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হক, বগুড়া মোটর মালিক গ্রুপের বগুড়া-নাটোর মহাসড়ক সড়ক সম্পাদক উৎপল কুমার ভৌমিক, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সহকারী শিক্ষক পীযুষ কুমার সরকার প্রমুখ।
প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দল ২-০ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী হয়। টুর্নামেন্টটি পরিচালনা করেন জুলফিকার আলী সুইট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত