স্বজনদের দাবী সৎ মায়ের নির্যাতনের শিকার
শ্রীনগরে ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু !
নজরুল ইসলাম প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:১৮ | আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ২০:৫৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে সৌদি আরব প্রবাসীর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু হয়েছে। নানা বাড়ীর স্বজনদের দাবী সৎ মা রূপা বেগমের নির্যাতনের কারণেই জুবায়েরর মৃত্যু হয়েছে ।গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সৎ মা রূপা বেগমসহ ৩ জনকে আটক করেছে।
নিহত জুবায়ের এর নানার পরিবার সুত্রে জানা যায়, জুবায়েরের বাবা আরিফকে শ্বশুর বাড়ির লোকজন টাকা পয়সা খবচ করে সৌদি আরব পাঠায়। এর পর থেকে আরিফ সৌদি আরবে থাকাবস্থায় মোবাইল ফোনে মধ্য কামারগাঁও এলাকার ডির্ভোসী রূপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ নিয়ে জুবায়ের'র মায়ের সাথে আরিফের ঝগড়া হলে জুবায়েরর মা তার পিত্রালয়ে চলে আসে এবং স্বামীর প্রতি রাগে ক্ষোভে ৫ বছরের জুবায়েরকে রেখে আত্মহত্যা করে। পরবর্তীতে আরিফ প্রেমিকা ডির্ভোসী রূপা বেগম বিয়ে করে ঘর সংসার শুরু করে এবং জুবায়েরকে নানাবাড়ী থেকে জোড়পূর্বক নিয়ে এসে সৎ মা রূপা বেগমের কাছে লালন পালন করতে দিয়ে পূনরায় আরিফ সৌদি আরবে চলে যায়। মাঝে মধ্যে জুবায়েরর নানা-নানীসহ আত্মীয় স্বজনরা জুবায়েরকে দেখতে ঐ বাড়ীতে গেলে সৎ মা রুপা বেগম জুবায়েরকে নানাবাড়ী লোকজনদের সাথে দেখা করতে দিত না এবং মাঝে মধ্যে অত্যাচার নির্যাতন করত। গত মঙ্গলবার জুবায়ের পাশ্ববর্তী বাড়ীর গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন ছেলে মারধর করার পর জুবায়ের বাড়ীতে আসলে সৎ মা রুপা পুনরায় জুবায়েরকে মারধর করে। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে ডাক্তার জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার বিকেল ৫ টার দিকে জুবায়েরর মৃত্যু হয়।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা খান বলেন, জুবায়ের নামে একটি শিশু শারীরিক নির্যাতনে ফলে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সৎ মা রূপাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত