নন্দীগ্রামে তৃতীয় পর্যায়ে গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের স্থান পরিদর্শন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৯:৪৪ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৯:৪৯

বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের  স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। বুধবার বিকেলে তিনি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চালা গ্রামে স্থান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘‘ক” শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের প্রস্তুতি চলছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত