নন্দীগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:৪১ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১২

'প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফতাব উদ্দীনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। এতে আরো অন্যান্যরা বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, উক্ত দিবসে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুব প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ শপথবাক্য পাঠ করানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত