নন্দীগ্রামে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৯ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১৮:৫৪

রবিবার (২৬ ডিসেম্বর) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ও থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ। 

উপজেলার ৪টি ইউনিয়নে প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়ছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কামাল (আনারস প্রতীক) ৫৯৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল বারী বারেক (চশমা প্রতীক) ৫৮৯৩ ভোট পেয়েছে। 

৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদুল বারী (নৌকা প্রতীক) ১০৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহেল বাকি (ঘোড়া প্রতীক) ৮২৩৪ ভোট পান। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন (আনারস প্রতীক)  ৮৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান (অটোরিক্সা প্রতীক) ৭৭৪২ ভোট পেয়েছে। 

৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (চশমা প্রতীক) ৮৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার আলী (নৌকা প্রতীক) ৬২৪৬ ভোট পান। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত