নন্দীগ্রামে চূড়ান্ত মর্যাদার লড়াইয়ে প্রার্থীরা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:০৬ |  আপডেট  : ৪ মে ২০২৪, ১০:৩৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রবিবার (২৬ ডিসেম্বর)। এ নির্বাচনে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ৫৬ ও সাধারণ সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল বারী বারেক (চশমা প্রতীক) ও আরেক স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কামাল (আনারস প্রতীক)। 

এ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মখলেছুর রহমান মিন্টু (নৌকা প্রতীক) তেমন এগুতে পারেনি।  ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্ব›িদ্বতায় থাকছে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদুল বারী (নৌকা প্রতীক) ও ¯^তন্ত্র প্রার্থী আব্দুল্লাহেল বাকি (ঘোড়া প্রতীক)। 

৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন (আনারস প্রতীক) ও আরেক স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান (অটোরিক্সা প্রতীক)। এ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাফিজুর রহমান নান্টু (নৌকা প্রতীক) তেমন এগুতে পারেনি। 

৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (চশমা প্রতীক) ও আরেক স্বতন্ত্র প্রার্থী রেজাউৎদৌল্লা ববি (মটরসাইকেল প্রতীক)। এ ইউনিয়নেও আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার আলী (নৌকা প্রতীক) তেমন এগুতে পারেনি। যা ভোটারদের মতামতে জানা যায়। এখন চূড়ান্ত মর্যাদার লড়াইয়ে প্রহর গুণছে প্রার্থীরা। 

উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সাথে কথা বললে তিনি বলেন, ৪টি ইউনিয়নেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম জানান, শান্তিপূর্ণভাবে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষে আমাদের সব ব্যবস্থা রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত