নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১৫:৫৪ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ০২:০৫

বগুড়ার নন্দীগ্রামে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২১শে এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম। খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে এ উপজেলার ১ হাজার ৮ শ’ ক্ষুদ্র-প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। এতে কৃষকরা অনেকটা উপকৃত হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত