নন্দীগ্রামে কঠোর লকডাউন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৬:৫১ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮

বগুড়ার নন্দীগ্রামে কঠোর লকডাউন চলছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার সারাদেশ ব্যাপি ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউন শুরু হয়েছে। 

নন্দীগ্রাম উপজেলায় লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে মাঠে নামে। সে কারণে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার জনশূন্য দেখা দেয়। ঔষধ, চাল ও কাচাতরকারির দোকান ব্যতিত অন্যকোনো দোকান খোলা দেখা যায়নি। উপজেলার ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে একই চিত্র দেখা গেছে। 

উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বিভিন্ন স্থানে গিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীও ব্যাপক টহল দিচ্ছে। নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য  পৌর এলাকার বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় মাইকিং করে জানিয়ে দেয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত