নন্দীগ্রামে উলামা পরিষদের উদ্যোগে সুধী সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৮:৫৮ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে এক জরুরি সভা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ জোহর নন্দীগ্রাম পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ওমরপুর আশরাফুল উলুম কওমি মাদ্রাসা জামে মসজিদে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শামীম আহমাদ এবং পৌর উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি সাকিবুল হাসানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, বগুড়া রওশন শাহ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল হান্নান, কারবালা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আফতাব উদ্দিন ও মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।
সেসময় নন্দীগ্রাম উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য মুফতি মোশাররফ হোসেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হানজালা হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহদী বিল্লাহ ও মাওলানা নুরুল হকসহ প্রায় তিনশতাধিক উলামায়ে কেরামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত