নন্দীগ্রামে অসুস্থ রফিকুল-রেহেনা দম্পতির পাশে দাঁড়ালো ইউএনও
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ১৭:৪৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪
বগুড়ার নন্দীগ্রামে অসহায় ও অসুস্থ রফিকুল-রেহেনা দম্পতির আশার আলো হয়ে পাশে দাঁড়ালো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক মোসা. লায়লা আঞ্জুমান বানু।
নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামের এই দম্পতি টিনের ছোট একটি ঘরে অর্ধাহার-অনাহারে দিন কাটায় বহুদিন ধরে। শারীরিক অসুস্থতায় কর্মক্ষমতা হারানো রফিকুল ইসলাম ও চলাফেরায় অক্ষম স্ত্রী রেহেনা খাতুনের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। নিয়মিত খাবারেরও নিশ্চয়তাও ছিলো না। দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলামের হাত-পা অসাড় হয়ে যায়। এর আগেই অসুস্থ হয়ে পড়ে তার স্ত্রী রেহেনা খাতুন। সন্তান না থাকায় জীবন হয়ে উঠে দুর্বিষহ। কখনো প্রতিবেশীর দয়া করে দু'বেলা খাবার মিলেছে। আবার কখনো না খেয়েই দিন কাটায় তারা।
বিভিন্ন পত্রিকায় 'অর্ধাহার-অনাহারে দিন কাটে অসুস্থ রফিকুল-রেহেনা দম্পতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নন্দীগ্রাম পৌরসভার প্রশাসকের। এরপর বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক মোসা. লায়লা আঞ্জুমান বানু ছুটে চলে যান অসহায় ও অসুস্থ দম্পতির বাড়িতে। তিনি সেখানে গিয়ে চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, রসুন, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন তাদের হাতে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, খবরটি জানতে পেরে সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের নিয়ে এই দম্পতির পাশে দাঁড়িয়েছি। সাময়িকভাবে কিছু সহযোগিতা দিয়েছি। আরও সহযোগিতা অব্যাহত থাকবে। সেসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত